loader image

নারী নির্যাতনের বিরুদ্ধে

নারীদের প্রতিবাদের ভাষা

#OddDotSelfie

আপনি জানেন কি?

বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না।

কপালের টিপ সরিয়ে সেলফি তুলুন আর #OddDotSelfie লিখে ছবি শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়।

আপনিও যোগ দিন #OddDotSelfie প্রতিবাদে।
odd dot selfie hero banner mobile

আমি

শপথ করছি যে, আজ থেকে যেখানেই নারী নির্যাতন দেখবো সেখানেই প্রতিবাদ করবো।

Share on Facebook

প্রতিবাদে অংশগ্রহণ করবেন

কীভাবে ?

odd dot selfie protest-01

কপালের টিপ মাঝখানে না দিয়ে
একটু সরিয়ে দেন

odd dot selfie protest-02

সেলফি তুলুন

odd dot selfie protest-03

#OddDotSelfie লিখে ছবিটি পোস্ট করুন আপনার সোশ্যাল মিডিয়াতে

নারী নির্যাতনের শিকার হয়েছেন

কীভাবে বুঝবেন ?

নারী নির্যাতনের শিকার হলে

যে যে পদক্ষেপ গ্রহণ করবেন

odd dot selfie steps banner

পরিবারের সহায়তা

নারী নির্যাতনের শিকার হলে অবশ্যই আপনার পরিবারকে (বাবা, মা, ভাই, বোন) বিষয়টি জানান এবং তাদের সহায়তা নিন।

শিক্ষক বা বন্ধুবান্ধবদের সহায়তা

নারী নির্যাতনের শিকার হলে আপনার শিক্ষক বা বিশ্বস্ত বন্ধুবান্ধবদের বিষয়টি জানান এবং তাদের সহায়তা নিন।

প্রতিবেশিদের সহায়তা

নারী নির্যাতনের শিকার হলে প্রয়োজন হলে প্রতিবেশিদের সহায়তা নিন।

আইনের সহায়তা

নারী নির্যাতনের শিকার হলে আপনার নিকটস্থ থানায় অথবা জরুরি নম্বরগুলোতে কল করুন।

হেল্পলাইনসমূহ

odd dot selfie helpline icon

জরুরি সেবা

৯৯৯

সরকারি আইন সেবা

১৬৪৩০

নারী ও শিশু নির্যাতন

১০৯ | ১০৯২১

odd dot selfie helpline icon

FAQ

odd dot selfie faq icon

হ্যাঁ। চলাফেরার সময় উত্ত্যক্তের শিকার হলে সেটাও নারী নির্যাতনের মধ্যে পড়ে।

হ্যাঁ। জোরপূর্বক উপহার বা টাকা চাওয়া অর্থনৈতিক নির্যাতনের মধ্যে পড়ে।

এ ধরনের নির্যাতনের শিকার হলে সবার আগে নিজে প্রতিবাদ করুন, সংশ্লিষ্ট ব্যক্তি বা বিশ্বস্ত সহকর্মীদের জানান, প্রয়োজনে আইনের সহায়তা নিন।

পরিবার বা বিশ্বস্ত কাউকে জানান। কেউ না থাকলে আইনের সহায়তা নিন।

হ্যাঁ। আমাদের দেশে গণপরিবহনে চলাচল করা কিশোরী, তরুণী ও নারীদের ৬৩ শতাংশ নানা ধরনের হয়রানির শিকার হন। এর মধ্যে প্রায় ৪৭ শতাংশ যৌন হয়রানির শিকার হন। যৌন হয়রানির শিকার এই নারীদের প্রায় অর্ধেকসংখ্যক (৪৫ শতাংশ) পরবর্তী সময় মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন। শারীরিক নির্যাতনের শিকার হলে সাথে সাথে প্রতিবাদ জানান।

এক্ষেত্রে সন্তান বাসায় ফিরে অস্বাভাবিক আচরণ করতে পারে। স্কুল/কলেজে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। তাই সন্তানের সাথে বন্ধুত্ব করুন। কাছে ডেকে সুন্দরভাবে জিজ্ঞাসা করুন। স্কুল/কলেজ বা বাইরে কারও দ্বারা হেনস্তার শিকার হচ্ছে কি না খেয়াল রাখুন